রবিবার, ২০ Jul ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে কেরানীগঞ্জে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে কেরানীগঞ্জে। বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমদ। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সানজিদা পারভিন, কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফার জাহান সহ অনেকে।
বক্তারা মূলত পারিবারিক সহিংসতা, নারীর সাম্যতা ও সবার জন্য উন্নয়ন, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, উন্নত জাতির পূর্বশর্ত শিক্ষিত নারী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।