রবিবার, ২০ Jul ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জে এনডিডি এর
পর্চালোচনা সভা
শামীম আহম্মেদ ঃ
ঢাকার কেরাণীগঞ্জে এনডিডি পাইলটিং কার্যক্রমের অংশ হিসাবে ইউনিয়ন ভিত্তিক নির্ধরিত বিদ্যালয় এবং শিক্ষকদের নিয়ে পর্চালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গল বার বিকেলে উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মাজেদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্চালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার অমিত দেব নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো.ফখরুল আশরাফ, ডিপিই এর এনডিডি ও অটিজম সেল অফিসার মো. মজিবুব রহমান। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফার জাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.আখলাকুর রহমান,পলি রানি সরকার,ঝর্ণা রানি পাল প্রমূখ। সভায় উপস্থিত প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।