কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় , মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বের সালিশ বৈঠক করায় গাজী শহিদুল্লাহ মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। নিহত শহীদুল্লাহ পিতার নাম গাজী ফজর আলী মেম্বার, সে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুরের করের গাঁও এলাকার বাসিন্দা। এ ঘটনায় শহীদুল্লাহ ছেলেসহ আরো পাঁচজন আহত হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে মিটফোর্ড হাসপাতালে নেয়ার পথে শহীদুল্লাহ গাজী মারা যায়।
শহীদুল্লা গাজীর ছেলে মাসুম গাজী জানান, কিছুদিন আগের স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী শামীম, মমিন, রিপনের সাথে স্থানীয় অপর এক যুবকের ইন্টারনেট ভাড়া নিয়ে ঝগড়া হয়। এঘটনার সালিশ বৈঠক করেন স্থানীয় মুরুব্বী শহীদুল্লাহ গাজী। পরবর্তীতে গত ১৭ ই ডিসেম্বর শুক্রবার শামীম মমিনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী শহিদুল্লাহ মিয়াকে আবদুল্লাপুর বাসস্ট্যান্ড এলাকায় একা পেয়ে ছুরিকাঘাত করে। এসময় তাকে বাঁচাতে আমি আবিদ, সাইফুল, আসাদুল, আব্দুন নুর এগিয়ে গেলে আমাদেরকেও ছুরিকাঘাতে আহত করা হয়।
এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com