কেরানীগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক হস্তান্তর।
টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে ২০২০ অর্থবছরের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা দল সমিতি ও IGA প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী মহিলাদের যাতায়াত ভাড়া বাবদ অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ (৯ই সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন। এতে শাক্তা ইউনিয়ন এর মোদক পল্লির তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন কে ৮০০০০/-হাজার টাকা ও ১০ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের জনপ্রতি ১২ হাজার টাকা এবং ১১তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকার যাতায়াত ভাড়া অনুদান দেয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার অমিত দেবনাথ।এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগ সভাপতি রেশমা জামান সহ উপজেলার বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com