মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে বিশেষ পদ্ধতিতে ট্রাকে করে পরিবহনের সময় র্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের দায়ে ট্রাকটিকে জব্দ করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আজ (৯ই সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকায় ঢাকা মাওয়া হাইওয়েতে
র্যাব-১০ একটি দল তল্লাশি চৌকি বসিয়ে
ট্রাক থামিয়ে মাদক পরিবহনের কথা জিজ্ঞেস করলে তারা প্রথমে তা অস্বীকার করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে ট্রাকের মধ্যে লুকায়িত ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের দায়ে ট্রাকের হেলপার ড্রাইভারসহ মোঃ নজরুল (৩৬), মোঃ সোহেল (২৫),মোঃ জহুরুল ইসলাম (২১) ও মোঃ জিয়ারুল (৩১) নামের ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাক চালনোর আড়ালে বিভিন্ন সহযোগীসহ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।