কেরানীগঞ্জে কেজি দরের তরমুজ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জের হাটবাজারে কেজিতে তরমুজ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার রোহিতপুর রামেরকান্দসহ বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এসময় কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেলের ভ্রাম্যমাণ আদালত ব্যাবসায়ীদের ওজন মাপার মেশিনটি জব্দ করে আর ওজনে তরমুজ বিক্রি করবেনা মর্মে মেশনগুলো ফেরত দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আজ প্রথম দিন হিসেবে কাউকে জরিমানা করা হয়নি।আমরা নজর রাখছি, ভবিষ্যতে কেউ ওজনে এবং বেশি দামে তরমুজ বিক্রি করলে তাকে জেল জরিমানার আওতায় আনা হবে। সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও তরমুজের সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। কেরানীগঞ্জে একজন ব্যাবসায়ীও ওজনে তরমুজ বিক্রি করতে পারবেনা। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহায়তা প্রধান করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com