কেরানীগঞ্জে প্রথম দিনে লকডাউনে কর্মসূচি না মানায় প্রশাসন, অভিযান ও জরিমানা করেন
কেরানীগঞ্জে লকডাউন পালনে হার্ডলাইনে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নে ৫ এপ্রিল (সোমবার) প্রথম দিনে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী, ইস্পাহানী, চুনকুটিয়া, আগানগর, জিনজিরা, রাজাবাড়ী এবং রোহিতপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকারের নির্দেশনা অমান্য করায় দক্ষিন কেরানীগঞ্জে ১০ এবং মডেল থানায় ৩ টিদোকানসহ বিভিন্ন ব্যক্তিদের জরিমানা করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞার আওতাধীন দোকান ও মার্কেট বন্ধ করা হয়।
এসময় পথচারী ও দোকানদারদের মাঝে পাঁচ শতাধিক মাস্ক বিতরন করা হয়। এবং বিভিন্ন মামলায় প্রায় ২০ হাজার টাকার টাকা জরিমানা করা হয়।
মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল ও সানজিদা পারভীন তিন্নির নেতৃত্ব পরিচালিত অভিযানে সহায়তা করেন কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
এদিকে দেশের অন্যান্য স্থানের ন্যায় কেরানীগঞ্জে ও রাস্তা ঘাটে মানুষের সমাগম ছিলো চোখে পড়ার মতো। দূর পাল্লার বাসনা চললেও ছোট ছোট গাড়ি , ব্যাক্তিগত যানচলাচল স্বাভাবিক ছিলো।
লকডাউনের মধ্যে কেরানীগঞ্জে মানুষের মাস্ক না পড়ার প্রবনতা অনেক বেশি দেখা গেছে। লকডাউনে দোকান খোলা রাখার দাবীতে রাস্তায় মিছিল করেছে কেরানীগঞ্জের লায়ন সপার্স ওয়াল্ডের ব্যবসায়ীরা।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com