শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সংসদ আয়োজিত প্রিয় শিক্ষক দের সন্মাননা প্রদান করা হয়।
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু,
বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সংসদের পক্ষ থেকে সন্মানিত শিক্ষকদের অবসর গ্রহণ ও বর্ণাঢ্য কর্ম জীবনের স্বীকৃতি স্বরণে প্রিয় শিক্ষক সন্মাননা প্রদান করা হয়। শনিবার (১৩ই ফেব্রুয়ারী) সকাল এগারটার দিকে, কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ অঢোটরিয়ামে অতিথিবৃন্দের হাত থেকে প্রিয় শিক্ষক সন্মাননা গ্রহন করেন বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের সন্মানিত শিক্ষকগন।
প্রিয় শিক্ষক সন্মাননায় ভূষিত হয়েছেন যারা- কাজী কায় খসরু স্যার, সাখাওয়াত হোসেন স্যার, আব্দুল মান্নান স্যার, আব্দুল সাত্তার স্যার, আবুল কাশেম মোল্লা স্যার। এসময় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি লিটন আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, জেলা ও দায়রা জজ জনাব আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির দাতা সদস্য হাজী আব্দুল বারেক মাদবর, বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এইচ.এম অহিদুল হক, অধ্যক্ষ এস.এম আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের সদস্য সাইদুল হক, শেখ সামিউল্লাহ, সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মাহমুদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এইচ.এম রুবেল ও জিলানী ব্যাপারী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ-কমিটির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব বেলায়েত হোসেন শাহীন, উপদেষ্টা আলী হোসেন, শরিফুজ্জামান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ ও বাস্তা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহসানউল্লাহ আহসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ শুভ, প্রচার সম্পাদক দেলোয়ার সরকার, দেলোয়ার শেখ, সুমন রেজা, ডা. নাসির, বিজয় ঘোষ প্রমুখ।