কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
ঢাকা জেলার সাভার থানায় কর্মরত পুলিশ কনেস্টবল হুমায়ুন আহমেদ (৫০) বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭;৪০মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা যায়, কনেস্টবল হুমায়ুন কবিরের ছেলেও পুলিশ কনেস্টবল (সিলেট বিভাগে)। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়েছিলেন ছেলের বিয়ের কাগজপত্র জমা দিতে, সেখানে কাজ শেষে বাসায় ফিরছিলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে পার হওয়ার সময় দ্রুতগামী এক প্রাইভেট গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এ বিষয় দক্ষিণ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমাদের ঢাকা জেলার পুলিশ সদস্য হুমায়ুন আহমেদ সন্ধ্যা ৭ঃ৪০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ঢাক-মাওয়া এক্সপ্রেস ওয়ে পার হওয়ার সময় প্রাইভেট গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। সে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া আমিন পাড়া এলাকায় থাকতো। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে লাশ পুলিশ ব্যারাকে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে হুমায়ুন কবিরের লাশ তার গ্রামের বাড়ি সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণ গ্রামে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com