শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
শুভাঢ্যা ইউনিয়ন ৭নং ওয়ার্ড,কৃৃষকলীগের,ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন ৭নং ওয়ার্ড কৃৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দক্ষিণ পারগেন্ডারিয়া, শাপলা নগর এলাকায় ৭নং ওয়ার্ড কৃৃষকলীগের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মোঃ নাদিম হোসেন কে সভাপতি ও মো. রাসেল মাহমুদ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক- এফতেখার হোসেন দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিন কৃৃষকলীগের সভাপতি- জাকি উদ্দিন আহাম্মদ রিন্টু ও সাধারণ সম্পাদক- আমজাদ হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা কৃৃষকলীগের সভাপতি- হাজী সিরাজুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন, শুভাঢ্যা ইউনিয়ন কৃৃষকলীগের আহবায়ক -এমদাদুল হক দিপু।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা কৃৃষকলীগের সাধারণ সম্পাদক- নুরে আলম নুরু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শুভাঢ্যা ইউনিয়ন কৃৃষকলীগের যুগ্ন-আহবায়ক- আসাদ উল্লাহ নুর আসাদ, উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কৃৃষকলীগের সহ-সভাপতি শারমিন হোসেন লিপি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন ,১নং ওয়ার্ড কৃৃষকলীগের আহবায়ক মো. আলী খোকন, ২নং ওয়ার্ড কৃৃষকলীগের আহবায়কসহ কৃৃষকলীগের থানা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই শ্লোগানকে সামনে রেখে, উক্ত সম্মেলন টি সফলভাবে অনুষ্ঠিত হয়