শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় ৯৩ ব্যাচের উদ্যোগে গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ।
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু,,
গরীব, অসহায়, খেটে খাওয়া ও সুবিধাবঞ্চিত তিন শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় ৯৩ ব্যাচ’ এর আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন, তোফায়েল আহমেদ, মো. রাসেল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এম.এ মান্নান, কামরুল ইসলাম বেলাল, মির্জা নাসির, ফয়সাল বাবু, মো. ইসলাম, মো. শাহীন, বিশ্বজিৎ প্রমুখ।
শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় ৯৩ ব্যাচ’ এর সদস্যরা বলেন, মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে আমরা তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা ৯৩ ব্যাচ’ এর সকল সদস্যবৃন্দ খুবই আনন্দিত। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।,