শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে সরকারি৫৩ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়,
কেরানীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার
কেরানীগঞ্জ সংবাদদাতা
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে প্রায় পাচ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়ছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়।
সহকারী কমশিনার (ভূমি) কামরুল হাসান সোহেল জানান, কেরানীগঞ্জ উপজেলার নতুন রায়েরচর এলাকায় মধ্যেরচর মৌজার ১ নং খাস খতিয়ানের ৯০৯ নং দাগে সরকারের ৫৩ শতাংশ জমি প্লট করে বিক্রি করেছিলেন স্থানীয় ভূমিদস্যু রহমত মিয়া। জমির বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
তিনি আরো বলেন, কেরানীগঞ্জ উপজেলার প্রতি ইঞ্চি খাস জমি উদ্ধার করা হবে । সরকারি সম্পত্তি কেউ ব্যাক্তিগতভাবে ভোগ দখল করতে পারবে না। অবৈধ দখলদারদের কোন ছাড় নেই।
উচ্ছেদ অভিযানে সহযোগীতা করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম।