কেরানীগঞ্জে মাস্ক না ,পড়ার অপরাধে ,১৪ জনকে ৩৯০০/- (তিন হাজার নয়শত টাকা) জরিমানা করেন ।,ভ্রাম্যমাণ আদালত ।
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
সারা দেশে করোনার দ্বিতীয় ধাপ বা (second wave) শুরু হয়ে গেছে।প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই এই মহামারীর ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
আজ রবিবার (২২শে নভেম্বর) কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি (রাজস্ব) সানজিদা পারভীন তিন্নির নেতৃত্বে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ আদালত পরিচালিত হয়। এ সময় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সতর্কতামূলক মাইকিং করা হয় এবং জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া মাস্ক না পরার অপরাধে ১৪ জনকে ৩৯০০/- (তিন হাজার নয়শত টাকা) জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলমান থাকবে।
অভিযান প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি বলেন,মাস্ক কেন পড়েননি জানতে চাইলে
'দম বন্ধ লাগে' মনে ছিল না এমন হাজারো অযুহাত। অথচ আজ সবার হাতেই মোবাইল, সবাই কমবেশি চালায় ফেসবুক। সবাই সবকিছু জানেন, বোঝেন। তবুও মাস্ক পড়তে তীব্র অনীহা। আমার অনুরোধ করোনা বা কোভিড-১৯ এর second wave নিয়ে এখনি সতর্ক হই। সুস্থ একা নয়, সবাই মিলে থাকি। আসুন, কেরানীগঞ্জকে আমরা সুস্থ রাখি। এই অভিযান চলমান থাকবে
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com