সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
ঢাকার কেরানীগঞ্জে কালন্দি বরিশুর এলাকা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুবাই প্রবাসী কৃষ্ণ বর্মন কে কুপিয়ে জখম! করে
ইমরান হোসেন ইমুঃ গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের বরিশুর বর্মনপাড়া এলাকায় পূজা মণ্ডপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুবাই প্রবাসী কৃষ্ণ বর্মন(৩৫)কে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে একই এলাকার একই এলাকার শাওন, অখিল, পলাশ, বিশ্বম্ভর, অজিত বর্মনসহ অজ্ঞাত আরো ৪/৫জনের বিরুদ্ধে অভিযোগ উঠে
জানা যায়, শাওন, অখিল, পলাশ, বিশ্বম্ভর, অজিত বর্মনসহ অজ্ঞাত আরো ৪/৫জন মিলে পূজা মণ্ডপে উশৃংখল আচরণ করছিল, এ সময় কৃষ্ণ বর্মন অভিযুক্তদের উশৃংখলতা বন্ধ করতে বললে তার সাথে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায় শাওন বর্মন তার হাতে থাকা দেশীয় অস্ত্র (চাকু) দিয়ে কৃষ্ণ বর্মনের কপালে আঘাত করে এবং অন্য অভিযুক্তরা এলোপাতাড়ি মারধর করা শুরু করে। এ সময় কৃষ্ণ বর্মনের গলায় থাকা একটি স্বর্ণের চেইন, দুটি আংটি ও সাথে থাকা নগদ ২৫হাজার টাকা নিয়ে যায় অভিযুক্তরা।
আহত ভিকটিমকে রাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এলাকার প্রভাবশালী নেতারা আহতের পরিবারকে মামলা না করার জন্য হুমকি ধামকি প্রদান করেন এবং সুষ্ঠু বিচার করবে বলে জানান।
সংবাদ পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের এসআই রিপন ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গেলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি বলে জানান এসআই রিপন।
এ বিষয় কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় থানায় অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।