সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জের হাসনাবাদে ভয়াবহ অগ্নিকান্ডর তিন দোকান পুড়ে ছাই
কেরানীগঞ্জের হাসনাবাদে আগুন লেগে তেল-মবিল-অকটেন এর দোকানসহ মোট ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার(১০সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসনাবাদ ঔষধ ফ্যাক্টরীর মোড়ে একটি দো’তলা বিল্ডিং এ ঘটনা ঘটে। এসময় বিল্ডিং এ থাকা ওয়ারলিং এর দোকানের আগুনের ফুলকি পাশের দোকানে থাকা তেল, মোবিল ও অকটেনের মধ্যে পড়ে। এতে আগুনের উৎপত্তি শুরু হয়। এসময় দোকানে থাকা বিপুল পরিমান মোবিল ও অকটেন পুড়ে যায় এবং বেশ কয়েকটি সিলেন্ডার গ্যাসও বিস্ফোরন হয়। অতিদ্রত সময়ে সেই আগুন দোকনগুলোর সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে লেগে ট্রান্সফরমার বিস্ফোরন হয়ে আগুন আরো বেড়ে যায়।
খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ঢাকা জোন-৫ এর ৪ টি ইউনিটসহ মোট ৬ টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ঢাকা জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, এঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।তবে এখনই আগুন লাগার প্রাথমিক কারন ও ক্ষয়-ক্ষতির পরিমান বলা মুসকিল। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোঃ মেহেদী হাসান জানান, আনুমানিক সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে ওয়ারলিং দোকানের ফুলকি পাশের দোকানের অকটেন এর মধ্যে পড়ে। প্রথমে সেই তেল-মোবিল ও অকটেনের দোকানে আগুন লাগে। তারপর সেই আগুন সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের তারে লাগে। সেই আগুনেই অতি অল্পসময়েই ট্রান্সফরমারটি ব্লাস্ট হয়। এতে আগুনের তীব্রতা আর বেড়ে যায়।
আগুন লাগার পর বেশ কয়েকটি বিস্ফোরনের শব্দও পাওয়া গেছে। তিনি আরো জানান, শব্দ শুনে মনে হলো গ্যাসের সিলেন্ডার বিস্ফোরন হয়েছে।
র্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করেন। হাসনাবাদ সড়কে উৎসুক জনতার ভীড়ে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।