টয়লেট নির্মাণকে কেন্দ্র করে হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণকে কেন্দ্র করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের ওপর অতর্কিত হামলা করেন এলাকাবাসী। তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
রোববার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এক সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী হুমায়ুন কবির মৃধা বলেন, অত্র স্কুলটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ও সরকারিকরণ করা হয় ১৯৮৬ সালে। স্কুলটি দোতলা নতুন ভবন নির্মাণ করা হয় ১৮-১৯ অর্থ বছরে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে ছাত্র-ছাত্রীদের জন্য একটি ওয়াশ ব্লক অনুদান আসে যা হতে হবে নতুন ভবন ঘেঁষে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে ইঞ্জিনিয়ার স্কুল পরিদর্শণ করে ওয়াশ ব্লক এর জায়গা নির্ধারণ করেন এবং নিয়ম অনুযায়ী একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়। অতঃপর উপজেলা সহঃ শিক্ষা অফিসার স্কুলে উপস্থিত হন এবং ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা করেন। সভায় উক্ত স্থানে ওয়াশ ব্লক নির্মাণ করলে কারও কোনও আপত্তি নাই বলে লিখিত দেন এলাকাবাসী।
তিনি আরও বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করলে কাজে বাধা দেন এলাকাবাসী। খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হলে আমাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্রসস্ত্র সহ আমার ওপর হামলা চালায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আমি জানে বেঁচে যাই। পরে আমার অনুপস্থিতিতে সাংবাদিকদের ভুল বুঝিয়ে মসজিদের রাস্তা বন্ধ করা ও মিনার ভাঙার অপ-প্রচার করে গণমাধ্যমকর্মীদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। আমি এর তীব্র নিন্দা ও হামলাকারীদের আইন অনুযায়ী বিচার চাই।
উল্লেখ্য, গত শুক্রবার কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদারে নিয়োজিত নির্মাণ শ্রমিকরা। এসময়ে নির্মাণকাজে বাধা দেয় এলাকাবাসী ও বিদ্যালয়ের পাশের মসজিদের মুসল্লীরা। খবর শুনে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী হুমায়ুন কবির মৃধা ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে বোঝানের চেষ্টা করেন। এলাকাবাসী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের কথা কাটাকাটির ফলে এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়। পরে এলাকাবাসী দলবল নিয়ে সভাপতি হাজী হুমায়ুন কবির মৃধা ও সহ-সভাপতি হাবিব এর ওপরে হামলা চালায়। এতে সহ-সভাপতি হাবিব গুরুতর আহত হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com