রাজধানীর মাতুয়াইল থেকে আনুমানিক ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যমানের ২৪৩৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল রাতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্ন সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস থেকে নামার চেষ্টা করলে মোঃ মাসুদ রানা (৩২) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ট্যাবলেট গিলে বহন করার কথা স্বীকার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহায়তায় বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৯টি পোটলায় রক্ষিত মোট ২৪৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

