বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
মোঃ ইমরান হোসেন ইমু:
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ঢাকা জেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০মে) সকাল ১১টার সময় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ঢাকা জেলা প্রেসক্লাব চত্বরে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঢাকা জেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম আমীন বলেন, রোজিনা ইসলামকে নাজেহাল করার ঘটনায় অভিক্তদের বিচারের আওতায় আনতে হবে। একজন নারী সাংবাদিককে পাঁচ ঘন্টা আটক রাখা ও মারপিট করা সরকারের জন্য লজ্জাজনক। এলজ্জা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। রোজিনা ইসলামের মুক্তি এবং মামলা থেকে অব্যাহতির দাাবিও জানান ঢাকা জেলা প্রেসক্লাবের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেম মোল্লা, মাসুদ রানা, টিটু আহমেদ, মাহবুব আলী, ইমরান হোসেন ইমু, দেলোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শামীম হাওলাদারের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।