শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
#ঘোষণাঃ
সকল নিত্য পন্যের দোকানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে।চালের বস্তা খুললে চালের উপরে কাগজে দাম লিখে রাখতে হবে।
মোবাইল কোর্টের অভিযান চলমান,কেউ নির্দেশনা না মানলে জেল হবে।অামরা চাই না এই সময়ে কেউ জেলে যাক কিন্তু সাধারণ মানুষের স্বার্থে সর্বোচ্চ কঠোর হতে হবে।
#পরামর্শঃ
অতিরিক্ত পন্য কিনবেন না,কেউ দাম বেশি নিলে তাকে মোবাইল কোর্টের ভয় দেখান,কথা না শুনলে ভিডিও করে রাখবেন এবং একটা শেষ সুযোগ দিবেন দাম কমানোর জন্য। এরপরও কথা না শুনলে অামাদের ইনবক্সে জানাবেন। হয়ত একটু সময় লাগবে কিন্তু ঠিকই কঠোর ব্যবস্থা নেয়া হবে।অাপনি অামি সকলে সচেতন হলে,গঠনমূলক হলে এই অবস্থার মোকাবিলা করা সহজ হবে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, অভিযান চলছে এবং প্রতিদিন চলবে। অতিরিক্ত দামে চাল, পেয়াজ, তেল বিক্রি করলে আপনারা সরাসরি উপজেলা প্রশাসন কে জানান। আর আপনারা স্লিপ ছাড়া মালামাল নিবেন না এবং প্রয়োজনের অতিরিক্ত পণ্যও কিনবেন না।
সবাইকে উপজেলা প্রশাসনের কঠোর বার্তা পৌছে দিন।ধন্যবাদ।