শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শেষ দিনে মাস্ক বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ।
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এক মাসব্যাপী মাস্ক বিতরনের শেষ দিনে ও পথচারী, রিকশাচালক, রেডিমেড দোকান কর্মচারী, মার্কেট লেবার ও হোটেল কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে কেরানীগঞ্জ আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ।
আজ বুধবার(৩০শে ডিসেম্বর) বিকেল চারটায় উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখের নেতৃত্বে পূর্ব আগানগর গুদারাঘাটের বেশ কয়েকটি মার্কেটের কর্মচারীদের, নদীর পাড়ে অবস্থিত হোটেল কর্মচারীদের, রিকশাচালক, দিনমজুর সহ রাস্তা দিয়ে চলাচল করে পথচারীও শিশুদের মাঝে প্রায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ শেষে এক সংক্ষিপ্ত ভাষণে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখ মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বান “নিজে মাস্ক পড়ুন,নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদে রাখুন”এই ঘোষণা বাস্তবায়নে ও বিদ্যুৎ,জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এম পি ঢাকা-৩) এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের নির্দেশে মাসব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি ইনশাল্লাহ সফল ভাবে শেষ করলাম।মাসব্যাপী এ আয়োজনে আমরা আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে প্রায় ১০,০০০(দশ হাজার) মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছি।আজ শেষ দিনের মতো মাক্স বিতরণ করে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করলাম, আগামীতে আমার নেতা জনাব নসরুল হামিদ বিপু ও শাহীন আহমেদ ভাই কোন কর্মসূচি পালনের ঘোষণা দিলে তা যথাযথভাবে পালন করব।
মাস্ক বিতরণ শেষ দিনে এ সময় অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আরিফুল ইসলাম, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দলিল দেওয়ান, সহ-সভাপতি মিনাল হোসেন, সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর, সহ-সভাপতি ফারুক হাওলাদার, সহ-সভাপতি জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু,সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন, প্রচার সম্পাদক বিপ্লব, মহিলা সম্পাদিকা রুমা আক্তার মনি, জাকির হোসেন,আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ইদ্রিস, কেরানীগঞ্জ (দক্ষিণ) কৃষক লীগের সহ-সভাপতি হারুনুর রশিদ সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।