বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় ৯৩ ব্যাচ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
কেরানীগঞ্জ সংবাদদাতাামোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচ এর উদ্যোগে দুস্থ অসহায়, গরিব, করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও পাশাপাশি মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচের সদস্য
হাজী মিরাজুর রহমান সুমন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন উপস্থিত থেকে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই চিনি দুধ পোলাও চাল আলু পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়াও মাদ্রাসার এতিম অসহায় ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি পায়জামা বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে মিরাজুর রহমান সুমন বলেন, আমরা শুভাঢ্যা ৯৩ ব্যাচ দেশের দুর্যোগময় মুহূর্তে সব সময় দুস্থ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। করোনাকালীনও বিভিন্ন সহযোগীতা মূলক কর্মকান্ড পরিচালনা করেছি, এরই অংশ হিসেবে প্রায় তিন শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে ঈদের দিনে একটু ভালো খাবার খেতে পারে জন্য আমাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী ঈদের খাবার বিতরণ করলাম। আমাদের এ মানবিক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে এম এ মান্নান, তোফায়েল আহমেদ, মিরর্জা নাসিরউদ্দিন, কামরুল ইসলাম, মিলন, সুমন, ফয়সাল বাবু, ইসলাম, আইয়ুব আলী, শাহীন , মোঃ রাসেল সহ ৯৩ ব্যাচের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।