ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগের শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার বিকেল ৫ টায় ইউনিয়ের ১ নম্বর ওয়ার্ডের আহমদ নগর ( বিলকাঠুরিয়া ) এলাকায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয় উদ্বোধন করা হয়।
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ডাঃ সেলিম।
ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ এমারত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সুইডেনের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ব্যাপক সংখ্যক নেতাকর্মী সহ অনেকেই এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী যুবলীগের উপ দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ মোল্লা'র সার্বিক তত্ত্বাবধানে এ শাখা কার্যালয়টি উদ্বোধন করা হয় ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com