মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা ডা. নূর মোহাম্মদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের পিতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নূর মোহাম্মদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ।
পূর্ব আগানগর গুদারাঘাট জিলা পরিষদ মার্কেটের নিজস্ব কার্যালয়ের আজ২২ আগস্ট বাদ আসর এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি স্বাধীন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম ঢালীর সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মুহসিন উদ্দিন ওবায়ইদী দোয়া মোনাজাত পরিচালনা করে মরহুমের আত্মার মাগফেরাত ও দেশবাসীকে করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। এরপর মিলাদ মাহফিলে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।
এই সময় অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, যুগ্মসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শেখ কাউসার, সদস্য এইচ,এম নীরা, রফিকুল ইসলাম দোলন, আব্দুল বারেক খান, মোঃ এমারত হোসেন, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক শেখ, যুবলীগ সদস্য শাহাদাত, আঞ্চলিক শাখা আওয়ামী লীগের আব্দুল মান্নান সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকার সম্মুখ সারির রণাঙ্গনের বীর মুক্তিযােদ্ধা ডাঃ নূর মােহাম্মদ গত (১৫ই আগস্ট) রবিবার সকাল সাড়ে ১০ টায় ভারতের নয়া দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিলাে ৯১ বছর।