শাহমাহমুদপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে চাল বিক্রি।
মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করা হয়েছে।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও চাঁদপুর সদর খাদ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচির আওতায় ডিলার মাহবুব গাজী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুমাড়ডুগি এলাকায় চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় ৫১৬ জন নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল (মোট ৪৫০ টাকা) বিক্রি করা হয়।
বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আকন্দ রোকন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তাঁরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখা, ওজনে কম দেওয়া হচ্ছে কি না বা অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশও দায়িত্ব পালন করে।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি মোসারফ হোসেন কারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজান পাটোয়ারী, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাদির কাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহির বেপারী, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজীসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকাবাসী।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com