শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, নীলকমল ড. শামছুল হক ভূঁইয়ার পক্ষে নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণ।

রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, নীলকমল ড. শামছুল হক ভূঁইয়ার পক্ষে নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণ।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া। চাঁদপুর জেলা প্রতিনিধি

। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ঈগল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়ার পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবলীগ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকাল থেকে রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, নীলকমল, ঈশান বালা, বাঁশগারী, চেয়ারম্যান ইস্টার্ন, পাটওয়ারী বাজার সহ বিভিন্ন স্থানে ও ওয়ার্ডে গণসংযোগ লিফলেট বিতরণ করেছেন।

এসময় জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া বলেন,কিছু দুর্নীতিবাজ নৌকায় বাসা বাঁধে বদনাম করেছে। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে ম্লান করে দিয়েছে। এরা অবৈধভাবে সরকারের শত শত কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চাঁদপুরকে ভাঙনের মুখে ঠেলে দিয়েছে। তাদের হাত থেকে চাঁদপুরকে রক্ষা করতে স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূঁইয়ার ঈগল প্রতীকে নির্বাচিত করবেন।

তিনি আরো বলেন, অনেকেই আপনাদেরকে ভয়-ভীতি দেখাবেন। আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবার নির্বাচনকে উৎসবমুখর এবং অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে বদ্ধপরিকর। তিনি নির্বাচনে দলের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হওয়া উন্মুক্ত করে দিয়েছেন।

তাই ভোটারদের বলবেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারও হুমকি-ধামকির কাছে আপনাদের ভোটের অধিকার বিসর্জন দেবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চাঁদপুরকে আরও উন্নত এবং সমৃদ্ধ করার লক্ষ্যে ঈগল মার্কায় ভোট দিয়ে এই এলাকার মানুষের বিটা মাটি রক্ষা করবেন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম খান, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন নিশান,জেলা যুবলীগের সদস্য মোঃ শুকুর ঢালী, যুবলীগ নেতা মোঃ আবুল খায়ের সুমন বেপারী, ছাত্র লীগ নেতা মোঃ ফয়সাল আহমেদ, ঢালী মোঃ পারভেজ সহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host