মুজিববর্ষ উদযাপন ও র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে র্যাব- ১০ এর উদ্যোগে গরীবের মাঝে খাদ্য বিতরণ।
সোমবার, ১১ জানুয়ারী, ২০২১ /
শেয়ার
মোঃ ইমরান হোসেন ইমু,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) ১ জানুয়ারী থেকে ১১ জানুয়ারি পর্যন্ত র্যাব সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১০জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ, লালবাগ ও ধলপুর যাত্রাবাড়ী এলাকায় পাচ’শ জন দুস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়। এসময় সকল পদবীর র্যাব সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে র্যাব সেবা সপ্তাহের ষষ্ঠ দিনের কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।
এর আগে, ১ জানুয়ারি বিশেষ দোয়া মাহফিল, ২ জানুয়ারি ৫০০ এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ, ০৪ জানুয়ারী বৃক্ষরোপন, ৫ জানুয়ারি রক্তদান কর্মসূচি ও ৭ জানুয়ারি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও র্যাব সেবা সপ্তাহের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করবে র্যাব-১০।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com