মঠবাড়ী প্রতিনিধি: পিরোজপূর শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষে ১১ দফা দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শিক্ষক কর্মচারি সংগ্রাম পরিষদ সংবাদ সন্মেলন করেছে।
শনিবার সকালে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সংগ্রাম পরিযদ মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক সমিতি (কামরুজ্জামান) কার্যালয় এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে ২২ জানুয়ারী থেকে লাগাতার ক্লাশ বর্জনসহ অবস্থান ধর্মঘটের কর্মসূচী ঘোষণা দেন।
শিক্ষক-কর্মচারি সংগ্রাম পরিষদ মঠবাড়িয়া উপজেলা শাখার সমন্বয়কারী অধ্যক্ষ আলমগীর হোসেন খান লিখিত বক্তব্যে বলেন, সরকারী ও বে-সরকারী বৈষম্য দূর করে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিকদার, কলেজ শিক্ষক নেতা ইকতিয়ার হোসেন পান্না, শিক্ষক নেতা এম.এ কুদ্দুস, নাসির উদ্দিন, আব্দুল জলিল শরীফ প্রমুখ।
বিকাশ চন্দ্র বিশ্বাস
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com