শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
ভেজাল বিরোধী অভিযান
সীলগালাসহ দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা
শামীম আহম্মেদ .
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে এক প্রতিষ্ঠানকে সীলগালা ও দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিথ দেব নাথ। অফিস সহকারী শরীফ হোসাইন খান এর সূত্রে জানাজায় নিয়মিত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর ও কদমপুর এলাকায় লাভার্স গ্যাস বাংলাদেশ লিমিটেডের গোডাউন ও পানামা ফুট ওয়ার নামে একটি জুতার কারখানায় অভিযান চালানো হয়। এসময় লাভার্স গ্যাস লিমিটেডের গোডাউনে বৈধ কোন কাগজ পত্র ও অগ্নি নিরাপত্তামুলক কোন ব্যবস্থা না থাকার অভিযোগে গোডাউনটিকে সীলগালা করা হয়। পরে ভোক্তা সংরক্ষন আইনে পানামা ফুট ওয়ারের মালিক মো. রমজান আলীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের পিছনে মক্কা মাল্টি ল্যান্ড লেয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিতে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে বিপুল পরিমান বিভিন্ন ক্যামিকেল ও প্লাস্টিক দানা মজুদ করে রাখার অপরাধে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এএইচএম কামরুজ্জামানকে দু’লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিথ দেব নাত প্রতিষ্ঠানটিকে ভেঙ্গে নেয়ার জন্য প্রতিষ্ঠানের মালিককে দুই মাসের সময় দেন।রগ