বিএনপির ২৩৭ প্রার্থীদের তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক।
বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের জন্য ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি।
এদের মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন। প্রথমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটে অংশ নিচ্ছেন।
পুরো তালিকায় খালেদা জিয়াসহ ১০ জন নারী প্রার্থী রয়েছেন।
তিনশো আসনের এই তালিকায় ৬২টি আসন ফাঁকা রাখা হয়েছে। এসব আসনের কিছু আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। অন্যদিকে বেশ কিছু আসন বিএনপির জোটের প্রার্থীদের ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহ-৪ আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com