মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগের দোয়া মোনাজাত খাবার ও ত্রান বিতরণ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিলাদ মাহফিল, আলোচনা অনুষ্ঠান, দুঃস্থদের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করেছে গুদারাঘাট আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ।
আজ বৃহস্পতিবার (২৬শে আগস্ট) সকালে পূর্ব আগানগর গুদারাঘাটে সংগঠনটি নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মানিক শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় দোয়া মোনাজাত খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মুজাহিদুল ইসলাম মই: মামুন উপস্থিত থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এরপর জেলাপরিষদ মার্কেট জামে মসজিদের খতিব মুফতি মহসিন উদ্দিন উবাইদি বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল ও আলু বিতরণ করা হয়।
এতে অন্যান্যের মধ্যে শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন,
কেরানীগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা শাহজাহান মিয়া,
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন,
আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন টিটু, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, সহ-সভাপতি মোঃ মনির হোসেন,
কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমিতির সভাপতি স্বাধীন শেখ সহ আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের
সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।