বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর প্রতিবাদে কেরানীগঞ্জ উপজেলায় প্রশাসক এর উদ্যোগে সমাবেশ,
কেরানীগঞ্জ প্রতিনিধি
"জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান" এই স্লোগান নিয়ে কেরানীগঞ্জ উপজেলায় এক প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে উপজেলায় কর্মরত প্রজাতন্ত্রের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
আজ শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা ও সমাবেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল, উপজেলা প্রকৌশলী শাজাহান আলী,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশ্রাফ, কৃষি কর্মকর্তা শহিদুল আমিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যদেন, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম,হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মদন মোহন সরকার, সাধারণ সম্পাদক নিপন বর্মন, কেরানীগঞ্জ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি অনুপ কুমার,সাধারণ সম্পাদক এ্যাড. শেখর চন্দ্র দাস,কেরানীগঞ্জ মডেল পূজা উদযাপন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক জীবন শীল, মাধ্যমিক মাদ্রাসা শিক্ষকদের পক্ষে মাওলানা মহিউদ্দিন, সিরাজ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া,কলাতিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এনামুল হক,নয়াবাজার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল মালেক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্যদেন শাহিনুর রহমান শাহিন, কেরানীগঞ্জ উপজেলা কর্মজীবী কল্যান সমিতির সভাপতি আমান উল্ল্যাহ, ইউনিয়ন সচিবদের পক্ষে বক্তব্য রাখেন কামাল হোসেন, গ্রাম পুলিশ এর পক্ষে আবুল বাসার, কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান টিটু,
প্রতিবাদ সভা ও সমাবেশে বক্তারা বলেন,মৌলবাদীরা বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বাধীনতা বিরোধী চক্র শুরু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতা করে এসেছে। রাজাকার আলবদররাই ভাস্কর্য ভাংচুর করেছে। এদের আইনের আওতায় এনে শাস্তি ও তাদের নাগরিকাত্ব বাতিল করা আহবান জানান।
১২ ১২ ২০২০
•
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com