শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেরাণীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ,
কেরাণীগঞ্জ(ঢাকা)সংবাদদাতা-মো: ইমরান হোসেন ইমু,
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কেরাণীগঞ্জেও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গসংগঠন। আজ ৬ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক সমাবেশ শেষে শুরু হয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদ সদস্য মো.সোহরাব হোসেন খোকন,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আজহার বাঙ্গালী, কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মো.মোজাম্মেল হোসেন, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক,হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল,কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী,রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলী, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোনে ফারুক,শাক্তা ইউপি চেয়ারম্যান হাজী মো.সালাহ উদ্দিন লিটন,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম, সাধারন সম্পাদক ডা.মো.সেলিম, মডেল থানা যুবলীগ সভাপতি মো.মনির হোসেন। , দক্ষিন কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজি মিরাজুর রহমান সুমন, মডেল থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো.হারুন মাষ্টার, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু,সাধারন সম্পাদক এ্যাড.জাকির আহম্মেদ,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো.হুমায়ুন গনি, সাংগঠনিক সম্পাদক হাজী মো.জাহিদ হোসেন রনি, ঢাকাজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন রাজিব,সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিন,আগানগর ইউপি সদস্য হাজী মো. কামাল আলী,মো.শাহীন,মো.আলাউদ্দিন,মশিউর রহমান শাহীন প্রমুখ। এছাড়াও কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এ কর্মসূচীতে অংশনেয়।
মিছিল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের বিচার দাবিতে শ্লোগান দেওয়া হয়। এছাড়া যারা ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন তাদের প্রতিহত করার শ্লোগানও দেন নেতাকর্মীরা।
কেরাণীগঞ্জ থেকে