বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা জেলা আওয়ামী
সেচ্ছাসেবক লীগ।
,, মোঃ ইমরান হোসেন ইমু,,,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগ।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলী এলাকায় ‘বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের ব্যানারে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগ, কেরানীগঞ্জ মডেল থানা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বলেন, ভাস্কর্য হচ্ছে কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য তৈরি করা হয়। কিন্তু একটি মৌলবাদী গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে দেশের মানুষকে ভুল বার্তা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এছাড়াও মানববন্ধনে ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী লক্ষন সরকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন, কেরানীগঞ্জ মডেল থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন মাস্টার, সাধারণ সম্পাদক এম এ মাসুদ পাপ্পু , দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ সেলিম আহমেদ বাবু , আমিনুল ইসলাম শামীম ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সহ অনেকে বক্তব্য রাখেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com