মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে গরিব অসহায়, দুঃস্থ ও মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা পুলিশ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ২৫০ জন অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা পুলিশ।
আজ সকাল সাড়ে ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির ঢাকা জেলার সভাপতি রোজালিন ফারহানা লাভলী,
কেরানীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়াসহ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনক) এর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে মানুষের সেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক কাজ করে যাচ্ছে। তিনি করোনা মহামারীর এ পরিস্থিতি দেশের বিত্তবানদের অসহায় দুস্থদের পাশে দাড়ানোর জন্য অহবান জানান। পুনক
নিজেদের অর্থের মাধ্যমে যেকোন পরিস্থিতিতে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক’কে ধন্যবাদ জানান পুলিশ সুপার।