পুরান ঢাকা, ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে কবিদের আড্ডা।
[caption id="attachment_14214" align="alignnone" width="1024"] oplus_32[/caption]
"পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং-এ অনুষ্ঠিত হয়েছে এক অনন্য সাহিত্য আড্ডা। দেশের বরেণ্য কবিরা একত্রিত হয়ে পরিবেশন করছেন তাঁদের স্বরচিত কবিতা এবং অংশ নিয়েছে সাহিত্য আলোচনায়।"
উদ্বোধক হিসেবে থাকছেন:
সাবেক বিচারপতি ও কবি আবদুস সালাম মামুন,
কবি মৌসুমী মৌ,
মিয়াজী মোঃ সাইফুল্লাহ সোবহান,
কবি ও ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু,
এবং কবি ফরিদা রানু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কবি ও গবেষক মোঃ সাখাওয়াৎ হোসেন। প্রধান আলোচক ছিলেন প্রথাবিরোধী কবি কুমার সুশান্ত সরকার।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত কবি, গবেষক, সাংবাদিক ও সাহিত্যসেবীরা।
উপস্থাপনায় ছিলেন,কবি মাহবুবুর রহমান তুহিন।
"বর্ষামুখর অপরাহ্নের
এই আয়োজনে কবি ও কবিতাপ্রেমীদের মিলনমেলা হয়েছে বলেই খুশি আয়োজকরা।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com