মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

পিকনিকে মাংস কম পাওয়ায় শিক্ষককে লাঞ্ছিত

নীলফামারীর ডিমলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষককে
জুতাপেটা করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এ
ঘটনায় এলাকাজুড়ে এখন আলোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান
শিক্ষক সামছুল হক পিকনিকে কম মাংস পাওয়ার অভিযোগ
তুলে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শরীর চর্যা)
এনামুল হককে পিটিয়েছেন।
এ ঘটনার বিচার চেয়ে এনামুল হক প্রতিষ্ঠানের সভাপতি ও
প্রধান শিক্ষককে লিখিতভাবে অভিযোগ করেন।
গত রোববার (১১ মার্চ) আকাশকুড়ি উচ্চ বিদ্যালয়ের ৬৬ জন
শিক্ষার্থী নিয়ে ভিন্নজগতে পিকনিকে যান ৬ জন শিক্ষক।
সেখানে সামছুল হক খাওয়ার সময় মাংস কম পাওয়ার
অভিযোগ তুলে ঘটনাস্থলে ওই শিক্ষককে জুতাপেটা করেন।
এতে প্রতিবাদ করায় ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে
ক্ষিপ্ত হয়ে ফের তাকে কিলঘুষি মারেন। এনামুল হক বিষয়টি
বিদ্যালয়ের সভাপতি খয়রাত হোসেন ও প্রধান শিক্ষক
কামিনী মোহন রায়কে লিখিতভাবে অভিযোগ করেন।
বিদ্যালয়ের সভাপতি খয়রাত হোসেন বলেন, সামান্য
ঘটনাকে কেন্দ্র করে সহকারী প্রধান শিক্ষক সামছুল হক যে
আচরণ করেছেন এর বিচার করা হবে। কমিটির জরুরি সভায়
বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
প্রধান শিক্ষক কামিনী মোহন রায় বলেন, সহকারী প্রধান
শিক্ষক সামছুল হক সম্পূর্ণ অন্যায়ভাবে ঘটনাটি ঘটিয়েছেন
যা অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির
সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে শাস্তির ব্যবস্থা করা
হবে।
এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক সামছুল হক বলেন, আমি
সহকারী প্রধান শিক্ষক হিসেবে যেকোনো শিক্ষককে শাসন
করতে পারি। বিষয়টি প্রতিষ্ঠানের বিষয়, সাংবাদিকদের
নয়।
সহকারী শিক্ষক এনামুল হক বলেন, আমি পিকনিকের
দায়িত্বে ছিলাম। সামান্য মাংস কম হওয়ার কারণে সহকারী
প্রধান শিক্ষক আমাকে জুতা খুলে পিটিয়েছেন।
পরে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সামনে আবার কিল-
ঘুষি মারেন। আমি লিখিতভাবে বিচার চেয়েছি। এর
প্রতিবাদ করায় এখন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন সামছুল
হক।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল
হালিম বলেন, বিষয়টি আমি শুনেছি। বিদ্যালয়ের ব্যবস্থপনা
কমিটিকে জরুরি ভিত্তিতে সভা করে সীদ্ধান্ত নেয়ার জন্য
জন্য বলা হয়েছে। সহকারী প্রধান শিক্ষক নেক্কারজনক কাজ
করেছেন। এর শাস্তি হওয়া দরকার।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host