নতুন মৌলিক গান “বশীকরণ তাবিজ” নিয়ে আবারও আলোচনায় কণ্ঠশিল্পী রাকা পপি।
নিজস্ব প্রতিবেদক।
কণ্ঠশিল্পী রাকা পপি ধারাবাহিকভাবে নতুন নতুন মৌলিক গান প্রকাশ করে দর্শক–শ্রোতামনে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয়তা ও শ্রোতাপ্রিয়তার এই যাত্রায় এবার যুক্ত হলো তার নতুন গান “বশীকরণ তাবিজ”।
সম্প্রতি Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পেয়েছে। সঙ্গে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও উপলব্ধ হয়েছে। গানের কথা লিখেছেন গীতিকার রামানন্দ সরকার, সুর করেছেন রাকা পপি নিজেই এবং মিউজিক করেছেন এ.এন. ফরহাদ। গানের ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী নিজেই, আর ভিডিও পরিচালনায় ছিলেন জীবন চন্দ্র দাস।
এর আগে একই চ্যানেলে প্রকাশিত “রসিক কালা” গানটি ব্যাপক সাড়া ফেলে রাকা পপিকে এনে দেয় অতিরিক্ত জনপ্রিয়তা। তার অন্যান্য আলোচিত মৌলিক গান—‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন’, ‘গায়ে হলুদ’, ‘জাদু টোনা’, ‘শুনতে পাওনি তুমি’—শ্রোতাদের মাঝে সমানভাবে প্রশংসিত হয়েছে।
নতুন গানটি সম্পর্কে গীতিকার রামানন্দ সরকার বলেন, “বশীকরণ তাবিজ” একটি রোমান্টিক ফোক ধাঁচের গান, যেখানে মিষ্টি প্রেমের অনুভূতি তুলে ধরা হয়েছে। তিনি মনে করেন, মৌলিক গান একজন শিল্পীর স্বকীয়তা প্রকাশ করে এবং ভালো সুর–কথায় গান তৈরি করার চেষ্টা সবসময়ই তার।
এদিকে রাকা পপি নিয়মিতই গান পরিবেশন করছেন রেডিও, টেলিভিশন, ইউটিউবসহ দেশ–বিদেশের বিভিন্ন স্টেজে। নতুন গানটি শ্রোতাদের আরও বেশি বিনোদিত করবে—এমন প্রত্যাশা তার।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com