শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার০৪

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার০৪

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি;

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মে) রাত ১০টা ৩৫ মিনিটে উপজেলার যোগানিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মো. জসিম মোল্যা (২১), মো. জুম্মন মোল্যা (৩২), লাতিফুর ইসলাম (২৬) এবং মো. কুটি মিয়া চৌধুরী (৪০)।

পুলিশ জানায়, স্থানীয় একটি বাড়ির উঠানে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) এফএম তারেক মাহমুদ ও এএসআই মাহমুদ করিমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযানে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, দক্ষিণ ডুমুরিয়াসহ আশপাশের এলাকায় মাদকের চলাফেরা বেড়ে গেছে এবং তা তরুণদের বিপথগামী করে তুলছে। একজন প্রবীণ বাসিন্দা বলেন, “আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশের অভিযান প্রশংসনীয়, তবে তা নিয়মিত হওয়া জরুরি।”

আরেকজন শিক্ষক বলেন, “এই গ্রামে আগেও কিছু ছেলে নেশাগ্রস্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।”

স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফেরাচ্ছে। তবে তারা চান, শুধু গ্রেপ্তার নয়—অভিযুক্তদের উৎস ও চক্রটিও চিহ্নিত করে পুরোপুরি নির্মূলের উদ্যোগ নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host