ধর্ষন করতে না পেরে এক নারীকে মারধোর,থানায় অভিযোগ,
কেরানীগঞ্জসংবাদদাতা ইমরান হোসেন ইমু
ঢাকার কেরানীগঞ্জে ধর্ষন করতে ব্যর্থ হয়ে এক নারীকে মারধোর করে গুরুতর আহত করেছে মুরাদ নামের এক বখাটে।
ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের খোলামোড়া পুরাতন ভাড়ালিয়া ব্রিজ এলাকায়। এ ব্যপারে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী ঐ নারী।
ভুক্তভোগী নারী জানায়, সে দীর্ঘদিন যাবৎ একই এলাকায় ভাড়া থাকেন। তার পাশের বাসাই থাকেন মুরাদ। বাড়ির বাহিরে বেড় হলেই প্রায় সময় সে ঐ নারীকে উত্যাক্ত করত বখাটে। মুরাদ ও ঐ নারীর বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায় সময় মুরাদ ও তার সঙ্গীদের নিয়ে বাড়ির সামনে দাড়িয়ে থাকতো খারাপ মন্তব্য করতো। প্রায় সময় বখাটে মুরাদ তাকে কু প্রস্তাব দিতো। কোন ভাবেই সাড়া না পেয়ে গত ৬ জানুয়ারী রাত নয়টার দিকে ঐ নারীর বাড়িতে গিয়ে ধর্ষন করার চেষ্টা করে। এসময় ঐ নারীকে ধর্ষন করতে না পেরে বখাটে মুরাদ মেয়েটিকে মারধোর করে ও গুরুতর আহত করে। এসময় মেয়েটির পরিবারের কেউ বাসায় ছিলোনা। মেয়েটির আর্ত চিতকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটে মুরাদ সটকে পরে। আহত অবস্থায় মেয়েটিকে তার মা ও বোন মিলে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা করায়।
এ ব্যপারে ভুক্তভোগী নারী কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে মডেল থানার উপ পরিদর্শক মো.খায়রুজ্জামান, কাছে জানতে চাইলে বলেন,থানায় আমরা একটা, মারামারির অভিযোগ পেয়েছি। অসি মহোদয় আমাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তে ঘটনা প্রমানিত হলে মামলা নেয়া হবে। সাংবাদিকদের এ কথা বলেন
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com