ঢাকা-৭ আসনে আলোচনায় রিয়াজ উদ্দিন আহমেদ মনি*র গণসংযোগ।
ঢাকা : দীর্ঘ দেড় যুগ পর কামরাঙ্গীরচরে গণসংযোগে অংশ নিলেন সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ পিন্টু'র সহোদর বিএনপি নেতা আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি কামরাঙ্গীর চরের বাইতুস সালাম জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। গণসংযোগ চলাকালে মনি বলেন, "ঢাকা-৭ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর স্বপ্ন বাস্তবায়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।
স্থানীয়দের মতে, দীর্ঘ বিরতির পর আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি'র সরব উপস্থিতি এলাকায় নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে। এসয়ম স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, বিএনপির এই সম্ভাব্য প্রার্থী নির্বাচনী মাঠে দলীয় অবস্থানকে শক্তিশালী করতে পারেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com