ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আশুলিয়া থানার মো. রুবেল হাওলাদার, পিপিএম।
স্টাফ রিপোর্টার।
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, পিপিএম। তার পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মো. রুবেল হাওলাদারের সময়োপযোগী ও সুদৃঢ় নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তার সক্রিয় তৎপরতায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটে।
তার নেতৃত্বে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, মামলা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণ, নিয়মিত টহল জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে জনবান্ধব পুলিশিং কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত হয়। এসব দিক বিবেচনায় সার্বিক মূল্যায়নের ভিত্তিতেই তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
এ অর্জনে আশুলিয়াবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা জানান, ওসি মো. রুবেল হাওলাদার দায়িত্ব গ্রহণের পর এলাকায় পুলিশের উপস্থিতি ও সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ আগের তুলনায় নিজেদের আরও নিরাপদ বোধ করছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ওসি মো. রুবেল হাওলাদার বলেন, “ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান স্যারের দিকনির্দেশনা ও নেতৃত্বে আশুলিয়া থানার সকল অফিসার ও ফোর্স একসঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই স্বীকৃতি কোনো ব্যক্তির নয়, এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। আশুলিয়াকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
পুলিশ প্রশাসনের এই স্বীকৃতিকে আশুলিয়ার সার্বিক নিরাপত্তা ও উন্নত আইন-শৃঙ্খলা ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com