ঢাকা জেলার পুলিশ সুপারের সঙ্গে কোরিয়ান দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ।
নিজস্ব প্রতিবেদক মোঃ ইমরান হোসেন ইমু।
বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
অদ্য ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ঢাকায় অবস্থানরত কোরিয়ান নাগরিকদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাকালে ঢাকা জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সাক্ষাৎ শেষে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় কোরিয়ান দূতাবাসের প্রতিনিধিদের হাতে একটি সৌজন্য স্মারক প্রদান করেন।
এ ধরনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও কোরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com