ঢাকার কেরানীগঞ্জ দু-গ্রুপের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী নিহত ১জন আহত ৩জন,
মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জে ব্যাটমিন্টন খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সানজু(১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়াও গুরতর আহত অবস্থায় তিনজন কে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার রাত সাড়ে নয়টার সময় কালিন্দী ইউনিয়ন ৪নং ওয়ার্ড মৃধাপাড়া এলাকায় ব্যাটমিন্টন খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-গ্রপের সংঘর্ষে ছুরি আঘাতে সানজু নিহত হন। এসময় আহত অবস্থায় আলভী(১৫), নাঈম(১৬) ও রোহান(১৭) কে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১১টা ৫৫ মিনিটে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় সানজুকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সানজুর বুকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তিনি মারা যান।আশংকাজনক অবস্থায় বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে রোহানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ICU)তে হস্তান্তর করা হয়।
নিহতের মা সমতা বেগম বলেন, যারা আমার ছেলে কে নির্মম ভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে ফাসি দাবি জানাচ্ছি।
সানজুর মামা হারুন উর রশিদ বলেন, আমার ভাগিনা ও রবিনের ছোট ভাই সহ বন্ধুরা কয়েকজন মিলে মাঠে ব্যাটমিন্টন খেলছিলো। খেলার এক পর্যায়ে রবিউলের সাথে কথা কাটাকাটির জেরে ঝগড়ার সুত্রপাত হয়। এতে করে রবিউল তার বড় ভাইকে দেশীয় অস্ত্র সহ কয়েকজনকে নিয়ে সানজু ও তার বন্ধুদের উপর ধারালো ছুরি দিয়ে আক্রমণ চালায়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সানজু নিহত হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার সঙ্গে জড়িত রবিন ও রবিউল নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিন এলাকায় দীর্ঘদিন যাবত কিশোর গ্যাং নেতৃত্ব দিয়ে আসছিলেন। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com