কেরানীগঞ্জে র্যাবের অভিযানে এক জন ছিনতাইকারী আটক।
সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া নতুন রাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ সাখাওয়াত হোসেন সজল (২৬) নামের ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) অভিযানিক দল।
মঙ্গলবার (২মার্চ) বিকালে র্যাবের মিডিয়াসেল বিষয়টি নিশ্চিত করে দৈনিক বিশ্ব মানচিত্র কে জানান। সোমবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি খেলনা পিস্তল, ১টি চাকু, ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৫৯০ (পাঁচশত নব্বই) টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com