রাজধানী ঢাকার কেরানীগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী সহ যৌথবাহিনি । উপজেলা প্রশাসন কে সার্বিক সহযোগিতা দিতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সাথে কাজ করবছে সেনাবাহিনী । আজ ২৬ মার্চ(বৃহস্পতিবার) কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের নেতৃত্বে যৌথবাহিনির দলটি উপজেলা পরিষদ থেকে বেড় হয়ে মালঞ্চ, খোলামোড়া বাজার, আঁটি বাজার, কলাতিয়া, রুহিতপুর সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই কে ঘরে থাকার নির্দেশ দেন। অযথা, এদিক সেদিক ঘুরে ফেরা ও আড্ডাবাজি থেকে বিরত থাকতেও অনুরোধ করেন। একাধিক লোক এক সাথে দেখা মাত্র তাদের ছত্রভঙ্গ করে দেয় যৌথবাহিনী। দেশ ও দশের স্বার্থে যৌথবাহিনী আরো কঠোর হবে বলে হুশিয়ারিও দেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, ফার্মেসি ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে। দেশের স্বার্থে বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা কঠোর হতে বাধ্য হয়েছি। আপনার কেউ ঘর থেকে বেড় হবেন না। আপনাদের যাবতীয় প্রয়োজনে পাশে থাকবে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com