সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি বেহাল দশা কেরাণীগঞ্জে সৎ পিতার হাতে ছেলে খুন। চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসিন বেপারী আটক আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায়

ঢাকার কেরানীগঞ্জে আরও ৩টি সিসা ফ্যাক্টরি উচ্ছেদ অভিযান

কেরানীগঞ্জে আরও ৩টি সিসা ফ্যাক্টরি উচ্ছেদ অভিযান,

 

কেরানীগঞ্জ নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা-রুহিতপুর রোডের পাশে, শাক্তা আঃ সালাম চেয়ারম্যান রোডে) অবস্থিত তিনটি অবৈধ সিসা কারখানা ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় বেলা ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলমান অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।

কারখানার ব্যাটারির অ্যাসিড ও বিভিন্ন বর্জ্যের প্রকট গন্ধ ও ধোঁয়ায় গুলিস্তান-বান্দুরা সড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী, শাক্তা ও বাস্তা ইউনিয়নের কাকালীয়া,অগ্রখোলা,রামেরকান্দা,গোয়ালখালীসহ এলাকার স্থানীয় লোকজন ছিলো অতিষ্ঠ। কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছিলো।

স্থানীয় বাসিন্দা রানা জানান, কারখানা দুটির ধোঁয়া ও গন্ধে এলাকায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল। অনেকে বাড়ী ছেড়ে চলেও গেছে। আমাদের বহুদিনের আকাংখা আজ পূর্ণ হলো। এখন এলাকার মানুষ মুক্ত ভাবে বাতাস নিবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি অভিযোগ করে বলেন, কারখানার মালিক স্থানীয় কিছু প্রভাবশালীর সহযোগিতায় কারখানা দুটি চালিয়ে আসছিলো রঞ্জিত বাবু ও গাজী নামের দুই ব্যক্তি। নিম্ন আয়ের শ্রমিকদের দিয়ে কাজ চালিয়ে বিয়ে তারা থাকতো ধরাছোঁয়ার বাহিরে। তাদের কে কারখানা অন্যত্র সরিয়ে নিতে বলার পরও কোনো লাভ হচ্ছিলো না। দিনে অ্যাসিড, রাতে ধোঁয়ার গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলো।

ভুক্তভোগী জনসাধারণের মধ্যে রাসেল নামের অপর আরেকজন বলেন, এটা ভাঙা এলাকাবাসীর জোর দাবী ছিলো। কারখানা দুটিতে ২৪ ঘান্টা কাজ চলতো। দেরীতে হলেও বিষাক্ত সিসা কারখানা দুটি অপসারণ হয়েছে। এতে আমরা খুব খুশি। পাশের দুটি কারখানা ভেঙে দিলে প্রশাসনের কাছে আমাদের আর চাওয়া থাকবেনা।

এ ব্যাপারে স্থানীয় ডাঃ মনির হোসেন বলেন, সিসা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ব্যাটারির বর্জ্যসহ নানা কেমিক্যাল যুক্ত প্লাস্টিক, কৌটা পুড়িয়ে সিসা তৈরি করলে আশপাশে থাকা মানুষের শরীরে পয়জনিং সৃষ্টি করে। এর ফলে মানসিক বিকৃতি, রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতিসাধন হতে পারে।

সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, কেরানীগঞ্জের শিশুরা সিসা মুক্ত পরিবেশে শ্বাসপ্রশ্বাস নিবে। কেরানীগঞ্জে কোন সিসা ফ্যাক্টরি থাকবে না বলে আমরা যে ঘোষণা দিয়েছে এটা তারই অংশ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যতদিন না এগুলো শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host