ডাকাতির প্রস্তুতিকালে রামদা, সুইচ গিয়ার চাকু ও কেচিসহ ৩ জন গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলার অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গত ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে
১। মুন্না @ রগ কাটা মুন্না (৩২)-কে ১টি রামদা,
২। মোঃ আল আমিন (৩০)-কে ১টি সুইচ গিয়ার চাকু এবং
৩। মোঃ আলাল (২০)-কে ১টি কেচিসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মুন্না @ রগ কাটা মুন্নার বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনায় ডিএমপি ও ঢাকা জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৮টি মামলা রয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৫৫, তারিখ-২৫/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com