চড়াইল মাঠে সবুজের হাতছানি
নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ : মহামারি করোনার ছোবলে থমকে গেছে তাবদ দুনিয়া। ঘরবন্দি হয়ে পরেছে দুনিয়ার সব মানুষ। এরই মাঝে প্রকৃতি বদলে নিয়েছে তার রূপ আর সৌন্দর্য। প্রকৃতিতে ফিরে এসেছে নতুন সবুজ সজীবতা।
লকডাউনে যখন সারা দুনিয়ার মানুষ প্রয়োজন ব্যতিরিকে ঘরথেকে বের হচ্ছেনা। ঠিক তখনই কোলাহল আর ধূলাবালি মুক্ত পরিবেশে মাথাচাড়া দিয়ে উঠছে চীরচেনা সেই সবুজের গাছ-গাছালি আর পাখ-পাখালির দল। সবুজের সজীবতা নিয়ে তর তর করে বেড়ে উঠতে শুরু করেছে ঘরের পাশের কিংবা পুকুর পারের বুনোলতাগুলো। মাথাচাড়া দিয়েছে মাঠের সবুজ ঘাসগুলোও। এমনসব দৃশ্য এখন আর কল্পনার বানানো কোন কবির কাব্যগাঁথা নয়। এমন নয়নাভিবাম দৃশ্য আমাদের সকলেরই দৃষ্টির সীমানায় চলে আসতে শুরু করেছে। বাড়ির চার দেয়ালের বাইরে একটুকরা ফাকা মাঠ থাকলে সেখানেই যে কেউই দেখতে পাবেন এমন সব সবুজের সমাহার।
ঠিক এমনই এক নয়নাভিরাম দৃশ্যের দেখা মিললো জনাকীর্ণ কেরাণীগঞ্জের চড়াইল মাঠে।
কেরাণীগঞ্জ মডেল থানাধিন কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে গিয়ে দেখা যায়, চারদিকে সবুজের সমাহার। ২ মাস আগের ঘাস বিহিন এ মাঠটিতে খুব অল্পদিনের ব্যবধানেই গজিয়েছে সবুজ ঘাষের চারা। দু’মাস আগের বালুময় মাঠে এখন শুধুই সবুজের হাতছানি। এ যেন ভিন্ন এক চড়াইল মাঠ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন জানান, ২৫ মার্চ থেকে লকডাউনের পর মাঠটি খালি ছিল। এরপর আমি কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য প্রায়ত সভাপতি মো. নূর ইসলাম বাচ্চু নূরসহ স্থানীয় ওয়ার্ড মেম্বার আরিফ, জমির হোসেন ঝুমু, মো. রাজা, মো. সিরাজ, রাসেল, শরীফ, রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মাঠটির বিষয়ে ভাবি এবং পরিচর্যার সিদ্ধান্ত নেই। এরপর আমরা মাঠটিতে ঘাস লাগাই এবং নিয়মিত পরিচর্যা করতে থাকি। বেশ কিছুদিন যেতে না যেতেই মাঠটির রূপ পরিবর্তন হয়। এখন মাঠটিতে সবুজের হাতছানি লক্ষ করাযায়। মাঠটির বর্তমানের এই নয়নাভিরাম দৃশ্য স্থানীয়দেও বিমোহিত করেছে
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com