চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসিন বেপারী আটক।
চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মহসিন বেপারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহসিন বেপারীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও মারামারি, চাঁদাবাজি, অস্ত্র রাখা সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া জানান, আটককৃত মহসিন বেপারীর বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে আইন-শৃঙ্খলা রক্ষার স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করছেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করছেন।
স্থানীয়দের অভিযোগ, মহসিন বেপারী দীর্ঘদিন ধরে নদীপথে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় এসব কার্যক্রম পরিচালনা করতেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com