গ্যাস সিলিন্ডার লিকেজে থেকে অগ্নিকাণ্ডে এক নারী নিহত।
কেরানীগঞ্জে সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিদগ্ধ হয়ে শাবানা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। চার সন্তানের জননী নিহত শাবানা পিরোজপুর জেলার সরুপকাঠী থানার সোহাগদোল গ্রামের হান্নান মিয়ার স্ত্রী। হান্নান মিয়া পেশায় একজন ট্রলার চালক,বর্তমানে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় রহমান সাহেবের মসজিদ গলির রাজ্জাক মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতো।
আজ (২রা অক্টোবর) শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় রাজ্জাক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই নবী হোসেন স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, দুপুরে ঘরের ভিতরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় শাবানা বেগম একা রান্না ঘরে ছিল এবং গ্যাস সিলিন্ডারটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সংবাদ পেয়ে দক্ষিন কেরাণীগঞ্জ থানা পুলিশ মৃতদেহের সুরতহাল শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং অফিসার ইনচার্জ বরাবর বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে নিহতের সহোদর ভাই শহিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com